About Us

Hamza Feeds
হামজা ফিডস একটি নিবন্ধিত লিমিটেড কোম্পানি যা আধুনিক প্রযুক্তিনির্ভর ফ্লোটিং ফিশ ফিড উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের মৎস্য খাতে নতুন দিগন্ত উন্মোচনে প্রতিশ্রুতিবদ্ধ। “দানায় দানায় পুষ্টি” — এই স্লোগানকে ধারণ করে আমরা পুষ্টিসমৃদ্ধ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব ফিড উৎপাদনে নিয়োজিত। আমাদের উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার করা হয় সর্বাধুনিক এক্সট্রুশন প্রযুক্তি ও গবেষণাভিত্তিক ফর্মুলা, যা মাছের দ্রুত বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং খাদ্য গ্রহণে কার্যকারিতা নিশ্চিত করে। আমরা শুধু একটি পণ্যই তৈরি করি না, বরং একটি টেকসই, স্মার্ট ও কৃষক-কেন্দ্রিক শিল্পখাত গড়ে তোলার জন্য কাজ করছি।
আমাদের যাত্রা শুরু হয়েছে দেশের প্রতিটি প্রান্তে নিরাপদ ও কার্যকর ফিড পৌঁছে দিয়ে মাছচাষিদের পাশে দাঁড়ানোর সংকল্পে। আমরা বিশ্বাস করি, একটি স্বাস্থ্যকর ভবিষ্যৎ গঠনে পুষ্টিকর ফিড ও সচেতন উদ্যোগের কোনো বিকল্প নেই।

কারখানা
চাপাপুর-বিহিগ্রাম মেইন রোড, ছোট ঝাকোর, চাপাপুর, আদমদিঘি, বগুড়া-৫৮৯০, বাংলাদেশ

কর্পোরেট অফিস
৪৪৯, আলিফ ভিলা, ফ্ল্যাট নং- ০৪ ও শপ নং- ০৬, ০৭, দত্তবাড়ি রোড, উত্তর চেলোপাড়া, বগুড়া সদর, বগুড়া – ৫৮০০, বাংলাদেশ

গুডাউন
করিতলা, চাপাপুর বাজার, আদমদিঘি, বগুড়া – ৫৮৯০, বাংলাদেশ

📌 আমাদের অঙ্গীকার
✅ গুণগত মানে আপসহীন
✅ সাশ্রয়ী মূল্য, সর্বজনগ্রাহ্য সেবা
✅ পরিবেশবান্ধব, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ ফিড
✅ প্রযুক্তিনির্ভর ও গবেষণানির্ভর উৎপাদন
✅ দেশীয় কৃষকের আত্মনির্ভরতা ও দক্ষতা উন্নয়ন
আমাদের সনদ
নিবন্ধিত ও দায়িত্বশীল একটি লিমিটেড কোম্পানি, Hamza Feeds Ltd. শুধুমাত্র একটি ব্র্যান্ড নয় — এটি বাংলাদেশের আইনানুগ কাঠামোর অধীনে নিবন্ধিত ও পেশাদারভাবে পরিচালিত একটি পূর্ণাঙ্গ লিমিটেড কোম্পানি।
✅ RJSC নিবন্ধনপ্রাপ্ত কোম্পানি
রেজিস্ট্রেশন নম্বর: C-203032
নিবন্ধনের তারিখ: ০৭ জুলাই ২০২৫
✅ BIN সনদপ্রাপ্ত
সম্পূর্ণ ভ্যাট নীতিমালার অধীনে স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত।
✅ TIN সনদপ্রাপ্ত
সম্পূর্ণ ট্যাক্স নীতিমালার অধীনে স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত।
✅ ট্রেড লাইসেন্স ও অন্যান্য আইনগত অনুমোদন
উৎপাদন, বিপণন ও পরিবহন সংক্রান্ত প্রতিটি ধাপই বৈধভাবে পরিচালিত।




🧬 আমরা যা করি
✅ প্রমাণভিত্তিক ফর্মুলা ও গবেষণার মাধ্যমে ফিড তৈরি
✅ উন্নত মানের কাঁচামাল ও প্রযুক্তির ব্যবহার
✅ মাঠপর্যায়ের ট্রায়াল ও কৃষক সহযোগিতা
✅ পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও কার্যকর ফিড উৎপাদন
আমাদের নিজস্ব গবেষণা ও পরীক্ষা ল্যাবরেটরি রয়েছে, যেখানে প্রতিটি ফিড ব্যাচের গুণগত মান যাচাই করা হয়। এটি আমাদেরকে করে তোলে টেকসই মাছচাষের অন্যতম পথপ্রদর্শক।

আমাদের বার্তা পাঠান!
আপনার মতামত ও জিজ্ঞাসা জানাতে আমাদের লিখুন।
Follow on Social
Our Banking Partners
We are currently working with NRBC, UCB, BRAC and JANATA Banks
Our Legal and Company Affairs Partners
INDEX ASSOCIATE AND GLORIOUS LEGAL
Lab Test Partner
Poultry Research and Training Centre (PRTC), CVASU, Chattogram